Toma Rahman 

@tomarahman
আমি তমা। পড়ালিখা, ক্যারিয়ার নিয়ে কথা বলি। এসব আলোচনা বাদেও অনেক ভাবনা আমার মনে আসে, যা নিয়েই এই চিঠি আমার। আমি বলছিনা এই নিউজলেটার না পড়লে আপনার জীবন বৃথা। কিন্তু সপ্তাহান্তে আপনার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি আনতে পারবো আমার বিশ্বাস।