Notes

ফ্রেডরিখ নীতশের দার্শনিক আইডিয়া

১। একজন ব্যক্তির জন্য নিজের হইয়া উঠা, তথা নিজেরে আবিষ্কার, ও নিজেরে তৈরি খুবই গুরুত্বপূর্ণ, প্রধান কাজ।

২। একজন মানুষ প্রচলিত বিশ্বাস এবং মূল্যবোধকে পুনঃমূল্যায়ন করে দেখবে, প্রশ্ন করবে। এই ত্রান্সভ্যালুয়েশন অব ভ্যালুজ এক দরকারী কাজ।

৩। নীতশের একটা আইডিয়া ইটার্নাল রিকারেন্স। যা ঘটেছে, তা বার বার, অনন্তকাল ঘটে যাবে। তাই জীবনের প্রতিটা মুহুর্তরে সর্বোচ্চ উপভোগ করতে হবে, এবং জীবনকে আলিঙ্গন করতে হবে।

৪। যেহেতু ঈশ্বরে বিশ্বাস এবং প্রচলিত মূল্যবোধগুলি অসার প্রমাণ হয়েছে, তাই মানুষ অর্থহীনতার বোধ, তথা নিহিলিজমে ভুগবে। এর সমাধান হিশেবে নীতশে বলেন নতুন ভ্যালু তৈরি করতে হবে, ও জীবনে আলিঙ্গন করতে হবে।

৫। নীতশের আরেক আইডিয়া ছিল মানুষের প্রধান ড্রাইভ হলো ক্ষমতা, এবং সেই ক্ষমতার মাধ্যমে নিজের লক্ষ্য হাছিল করা।

#দর্শন

11
Likes
0
Restacks