Notes

দার্শনিক সোরেন কীয়ের্কেগার্ডের কিছু আইডিয়া

১। একজন ব্যক্তিকে অথেনটিক লাইফ লিড করা উচিত। সমাজের বা ধর্মের বা অন্য কোন চাপে ফেইক অভিনয়ের জীবন যাপন করা উচিত না।

২। একজন ব্যক্তির ব্যক্তি হয়ে উঠা গুরুত্বপুর্ণ। এর জন্য ব্যক্তির নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তির উচিত তার নিজের ভেতরের দিকে নজর দেয়া। নিজে থেকে চিন্তা করা, অনুভব করা।

৩। দুনিয়া আসলে এবসার্ড। এই এবসার্ডিটিকে যেমন আছে তেমন মেনে নিতে হবে, এতে বিভিন্ন অর্থ আরোপের চেষ্টা থেকে বিরত থাকতে হবে।

৪। প্রত্যেক ব্যক্তিকে তার জীবনে ভ্যালু ও বিশ্বাসের ব্যাপারে নিজেই চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। নিজের পছন্দ নিজেকেই করতে হবে।

৫। এংজাইটি জীবনের একটা অংশ। ব্যক্তিগত গ্রোথ এবং ডেভলাপমেন্টের জন্য এই এংজাইটির সাথে বুঝাপড়া করে যেতে হবে, ও পরাস্থ করতে হবে।

৬। বিশ্বাস ও আধ্যাত্মিকতার ক্ষেত্রেও নিজেকে গুরুত্ব দিতে হবে। ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে।

৭। প্রচলিত রীতি, প্রথা ও ভ্যালুকে প্রশ্ন করার জন্য আয়রনি একটা টুল। আয়রনি হলো, এমন জিনিশ যা বলা হলো, তার উলটাটা বুঝায়। কীয়ের্কেগার্ড সমাজের প্রচলিত মূল্যবোধ ও বিশ্বাসের সমালোচনায় এই আয়রনি ব্যবহার করেছেন।

#দর্শন

16
Likes
1
Restack